ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গাছের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪১, ৪ মার্চ ২০২০ | আপডেট: ২২:৫৭, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর তানোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বিনোদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, উপজেলার প্রাণপুর গ্রামের শাফিউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯) ও শামসুদ্দিনের ছেলে ফরিদ উদ্দীন (২৪)। 

তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, মিনারুল ও ফরিদ মোটরসাইকেলে যোগে যোগিশো মোড় থেকে প্রাণপুর যাচ্ছিলেন। পথে বিনোদপুর মোড়ের বাঁক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দকমল কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মিনারুলকে মৃত ঘোষণা করে। আর চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান ফরিদ।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি