ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ১৭:০৫, ১৮ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন। ছবি: একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন। ছবি: একুশে টেলিভিশন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ ফ ম কাউসার এমরান, আল আমিন শাহীন, উপদেষ্টা পীযূষ কান্তি আচার্য্য, নজরুল ইসলাম শাহজাদা, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, যুগ্ম সম্পাদক জহির রায়হান, সদস্য শফিকুল ইসলাম, সাংবাদিক আল-মামুন প্রমূখ। 

এ সময় বক্তারা দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত উদ্ধার এবং বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মাধ্যমে কারাদণ্ড প্রদানের প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। 

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি