ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ২৪ মে ২০২০

সিরাজগঞ্জে দুই চিকিৎসকসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তাড়াশে দুই চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, সদরে ২ ও বেলকুচিতে একজন। 

শনিবার  (২৩ মে) রাতে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির নতুন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘আক্রান্তদের দুই চিকিৎসক সম্পর্কে স্বামী-স্ত্রী। এদের মধ্যে একজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল। নতুন করে আবারও তার নমুনা পাঠানো হলে পুনরায় রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া সদরের ২ জনের মধ্যে একজন শহরের গোশালা এলাকার সাবেক ছাত্রলীগ নেতা শামীম ও দত্তবাড়ী এলাকার শাকিল। ঢাকার সাভারে একটি সেলুনে কাজ করতেন তিনি। গত ৫ দিন আগে বাড়িতে আসলে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বেলকুচিতে চান মিয়া নামে একজন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে গত ১৭ মে তিনি বেলকুচিতে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তারও রিপোর্ট পজেটিভ এসেছে।’

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই- জাহান জানান, ‘করোনা রোগী শনাক্ত হওয়ায় করোনা আক্রান্ত ব্যক্তিরসহ আশেপাশের ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।  এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সদর থানার ৫০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। তবে, তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।’

এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় পরীক্ষা করে কাজিপুরের তিনজনের করোনা শনাক্ত হওয়ায় তাদের হিসাব সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি