ঢাকা, শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে আরও ১২ করোনা শনাক্ত    

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২৪ মে ২০২০

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার শিকার হয়েছেন আরও ১২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে। 

আজ রোববার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন। 

নতুন আক্রান্তরা মধ্যে ক্ষেতলালে করোনা রোগীর সংস্পর্শে আসা রামপুরা গ্রামের তিনজনসহ  ৮, পাঁচবিবিতে৩, ও সদর উপজেলায় একজন। এদিকে গোপীনাথপুর আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এখন পর্যন্ত ৩৭ জন। 

রোববার সকালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৬ জনের নমুনা নেগেটিভ হলেও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত ও গোপীনাথপুর আইসোলেশনে থাকা ৪ জন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। 

জয়পুরহাট সিভিল সার্জন জানান, ‘জয়পুরহাটে ৯০ ভাগ করোনা রোগী ঢাকা, গাজীপুরও নারায়ণগঞ্জ ফেরত। কিছু রোগী এদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে। এজন্য জেলার বাহির থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলেই আরও সচেতন হতে হবে। আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি