ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

গাজীপুরে চাপ বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৫, ২৯ মে ২০২০

ঈদের ছুটি শেষে ফের করোনা ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে গাড়ির চাপ বেড়েছে গাজীপুরের মহাসড়কগুলোতে। 

আজ শুক্রবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলার দিয়ে গাদাগাদি করে কর্মস্থলে ফিরতে দেখা গেছে শ্রমজীবি মানুষদের। এক্ষেত্রে বালাই নেই সামাজিক দূরত্বের নির্দেশনা। 

যাত্রীরা বলছেন, ‘ঈদ শেষ, তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে। এজন্য গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে। পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।’

তবে সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে পুলিশ। গণপরিবহন সীমিত পরিসরে চালু হলে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে সে ব্যাপারে পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি