ঢাকা, শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ৩০ মে ২০২০

জয়পুরহাটে রান্না ঘরের মাটির দেয়ালে পাচা পড়ে আজুবা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামে  শনিবার (৩০ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজুবা বেগম কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের হাফিজার রহমানের স্ত্রী।
 
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণের পানি বাড়ীর দেয়ালে পড়লে তা নড়বড়ে হয়। আজুবা বেগম দুপুরে তার নিজ রান্না ঘরে রান্না করার সময় আকস্মিক ভাবে দেয়ালটি ধসে গিয়ে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি