ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

মোংলায় ঝড়ে চরে আটকা পাথর বোঝাই জাহাজ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ৩ জুন ২০২০

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকা পড়েছে পাথর বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতের আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। 

পরে ওই জাহাজটি উদ্ধারে রাতেই ঘটনাস্থলে নিজস্ব উদ্ধারকারী নৌযান এমটি শিবসা পাঠায় বন্দর কর্তৃপক্ষ। রাত থেকে দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে জাহাজটির স্থানীয় ষ্টিভিডরস কোম্পানির মালিক শেখ কামরুজ্জামান জসিম জানান, ‘আজ বুধবার দুপুরে জোয়ারে পানি বৃদ্ধি পেলে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে। এম ভি শাহরিয়ার জাহান নামক বাংলাদেশশি এ জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মে. টন পাথর নিয়ে গত ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে ভিড়ে।’

তিনি বলেন, ‘ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান শিবসা কাজ করছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি