ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বরিশালে পুলিশ-চিকিৎসকসহ আরও ৫০ জনের করোনা শনাক্ত

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২১, ৪ জুন ২০২০

বরিশালে পুলিশ-চিকিৎসকসহ নতুন করে আরও ৫০ জনেরা শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৮ জনে দাঁড়িয়েছে। 

ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৮ পুলিশ সদস্য ৯ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। 

এছাড়া সিটি কর্পোরেশন অধিভুক্ত করিম কুটির এলাকায় ৩, কাঠপট্টিতে ৩, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ১০ জন, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জনসহ মোট ২৫ জন। 

এছাড়াও উজিরপুরে ৩, হিজলায় ১, মেহেন্দীগঞ্জে ১, গৌরনদীতে ১, সদর জেনারেল হাসপাতালে ৭, বাবুগঞ্জে ২ ও বাকেরগঞ্জে একজন। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্তস সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। 

এআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি