ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ৪ জুন ২০২০ | আপডেট: ২০:৩৬, ৪ জুন ২০২০

জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গণকবাড়ী গ্রামে বজ্রপাতে সুকমল চন্দ্র (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সুকমল ওই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ সরকার এর পুত্র।
 

গ্রামবাসী সূত্রে জানা যায়, কৃষক সুকমল কৃষি জমির মাঠে কাজ করে বাড়ি এসে বাড়ির পাশে টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি