ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুমিল্লায় সংক্রমণ ঝুঁকি কমাতে তৎপর হাইওয়ে পুলিশ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ৭ জুন ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে কুমিল্লায় করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে তৎপরতা দেখা গেছে হাইওয়ে পুলিশের। 

রোববার সকাল থেকে গণপরিবহনে শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ সংক্রমণরোধে নিরাপত্তা ব্যবস্থা মেনে চলাচল পর্যবেক্ষণ ও লিফলেট বিতরণ করছে হাইওয়ে পুলিশ। 

লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপু জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করছে। এর মধ্যে বেশিরভাগই যাত্রীবাহী গণপরিবহন। তাই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী ও চালকরা যথাযথভাবে মাস্ক ও জীবাণুনাশক ব্যবহার করছে কী-না সে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ।’

এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়ে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের শারীরিক দূরত্ব মেনে চলা ও পরিবহনে জীবাণুনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছে পুলিশ।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি