ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজশাহীতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালু উত্তোলন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৪, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের নাকের ডগায় বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় আনারুল বিশ্বাস। ইজারা ছাড়াই কয়েকটি ড্রেজিং মেশিনের মাধ্যমে গোদাগাড়ীর বালুমহালের ১৩ মৌজার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছেন তিনি। 

এরপর উত্তোলনকৃত বালু সারাংপুর বালুঘাটের জোত ঘোষাই দাশ নামক স্থানে মজুদ করা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন জেলায় বিক্রি করা হচ্ছে সেসব বালু।

অবৈধভাবে গোদাগাড়ীর ওই বালুমহাল থেকে প্রতিদিন প্রায় ২০ হাজার সেফটি বালু উত্তোলন করছেন আনারুল বিশ্বাস। অথচ এ বছর গোদাগাড়ীর এই বালুমহাল ইজারা পেয়েছেন জাহাঙ্গীর অ্যান্ড সন্সের প্রোপাইটার পবার খোলাবোনা গ্রামের জাহাঙ্গীর আলম। ইজারাকৃত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ‘গোদাগাড়ীর বালুমহাল থেকে অবৈধভাবে ইজারা ছাড়াই বালু উত্তোলন করছেন আনারুল বিশ্বাস। তারা আমার ইজারাকৃত বালুমহাল থেকে বালু উত্তোলন করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। এখনো তার প্রতিকার পায়নি। তারা গোদাগাড়ীর মহিষালবাড়ী থেকেও বালু উত্তোলন করছেন। উত্তোলনকৃত বালু প্রশাসনের নাকের ডগায় রেখে সারাংপুর হাটপাড়া বালুমহালে রেখে বিক্রি করছেন। অথচ প্রশাসন থেকে কোনো সুরাহা পাচ্ছিনা। আমার ইজারকৃত স্থান থেকে বালু তুলে বিক্রি করলে ক্ষতি তো আমারই হবে।’

তবে বালু উত্তোলনকারী গোদাগাড়ীর সারাংপুর হাটপাড়া বালুঘাটের বাসিন্দা আনারুল বিশ্বাস বলেন, ‘বৈধতা নিয়েই বালু মহাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বিভ্রান্তি ছড়াতেই এসব প্রচারণা চালানো হচ্ছে।’

জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, ‘আনারুল বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জের মৌজা থেকে বালু উত্তোলন করছেন। তারা চাঁপাইনবাবগঞ্জের এই মহাল ইজারা পেয়েছেন। এর আগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। তখন তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা পাওয়ার কপির একটি অনুলিপি দিয়েছেন। ফলে বৈধভাবেই তারা বালু উত্তোলন করছেন। তারা শুধু পরিবহনের সুবিধার্থে গোদাগাড়ীর মৌজার স্থান ব্যবহার করছেন। এই অনুমতি আমরা দিয়েছি। পরিবহনের সুবিধার্থে তারা এটি করতে পারে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি