ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ভোলায় উপসর্গে শিক্ষা কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ১৬ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে ভোলার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এক জুয়েলারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মারা যান। পরে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পাশাপাশি নমুনা সংগ্রহ করা হয়েছে।’

অপরদিকে ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান, ‘গতকাল সোমবার দৌলতখান উপজেলার উত্তর জয়নাগর ইউনিয়নে জুয়েলারী ব্যবসায়ী সুভাষ চন্দ্র মাঝি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ৫দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। পরবর্তীতে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

মরদেহে সরকারি নিয়ম অনুযায়ী সৎকার করা হলেও স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেনি বলে জানাস তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি