ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বরিশালে উপসর্গে একজনের মৃত্যু, আক্রান্ত আরও ৬০ 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত আ. লতিফ (৯০) পিরোজপুর জেলার নেছারাবাদের ডুবি গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, করোনার উপসর্গ (জ্বর, সর্দি ও কাশি) নিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে মারা যান তিনি। 

এদিকে জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বরিশালে করোনাক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের শরীরে সংক্রমণ মিলেছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

আক্রান্তদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের ১৪১ জন। এছাড়া জেলা পুলিশে ৩৩, নগর পুলিশে ১৫৯, আর আরএফ পুলিশের ২ ও র‌্যাবের ৭ সদস্য নিয়ে মোট ২০১ জন। 

সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল মহানগরীতে (৮১৯ জন)। এছাড়াও সদর উপজেলায় ৩১ ও বাকি ৯টি উপজেলায় করোনার শিকার ২০৭ জন।  

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি