ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

কুমিল্লায় আরও ১৬১ জন আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৮ জুন ২০২০ | আপডেট: ২২:১৪, ১৮ জুন ২০২০

কুমিল্লায় নতুন করে ১৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৩৭৮ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৭ জন, বরুড়ায় ১০ জন, চৌদ্দগ্রামে ৯ জন, দাউদকান্দিতে ৫ জন, বুড়িচংয়ে ৯ জন, লাকসামে ৯ জন, মুরাদনগরে ১৮ জন, নাঙ্গলকোটে ৯ জন, মনোহরগঞ্জে ৭ জন, তিতাসে ৫ জন, আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিনে ৫ জন, দেবীদ্বারে ১৯ জন, হোমনায় ৬ জন, মেঘনায় ১ জন, লালমাইয়ে ৭ জন, ও চান্দিনায় ৫ জন। নতুন ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৬৬ জন।
 
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৩৭৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৩৭৮ জনের মধ্যে আজকের ৪৬ জনসহ ৬৯৭ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৪৮ জন, দেবীদ্বারে ২৫৮ জন, মুরাদনগরে ২০৩ জন, চান্দিনায় ১৬১ জন, লাকসামে ১৭১ জন, চৌদ্দগ্রামে ১৮৮ জন, বুড়িচংয়ে ১৩৬ জন, নাঙ্গলকোটে ১১০ জন, আদর্শ সদরে ৯৭ জন, দাউদকান্দিতে ৯২ জন, সদর দক্ষিণে ৫৫ জন, তিতাসে ৬৭  জন, ব্রাহ্মনপাড়ায় ৪৯ জন, বরুড়ায় ৭০ জন, মনোহরগঞ্জে ৫৪ জন, হোমনায় ৫১ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ২৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ২৩৭৮ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৫,৩৪৭ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৩,৮৬৬ জনের। 
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি