ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

বিপদ সীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৮, ২০ জুন ২০২০

প্রবল বর্ষণ আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানিতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ৫২ মিটার ৬০ সেন্টিমিটার অতিক্রম করে ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে করে অসময়ে বন্যার আশঙ্কা করছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহিবুল ইসলাম। 

সরেজমিন ঘুরে দেখা যায়, আকস্মিক তিস্তা নদীর পানি বেড়ে বিপদ সীমার উপরে চলে যাওয়ায় প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো। এসব এলাকায় নদীর পানি ঘরের ভেতর ঢুকে পড়েছে। অনেক এলাকায় ডুবে গেছে নলকুপ ও বিছানাপত্র। এতে করে এসব এলাকার মানুষজন সকাল থেকে গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক এলাকায় ডুবে গেছে আমনের বীজতলা ও অন্যন্য ফসলের ক্ষেত।’

এমন অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের লাখো মানুষ। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি