ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্রদের মাস্ক দিল জেলা প্রশাসন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৩, ২২ জুন ২০২০

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম উপস্থিাত ছিলেন। এছাড়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো. ফকরুল আলম খান ও ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুব কবিরসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘কোন নাগরিক মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে ভ্রাম্যমাণ আদালতের সামনে পরলে জরিমানা দিতে হবে। সকলকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি