ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ে দুই বিজিবিসহ আরও ৫ জনের করোনা শনাক্ত 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০২, ২৬ জুন ২০২০

দুই বিজিবি সদস্যসহ ঠাকুরগাঁওয়ে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নিয়ে জেলায় করোনাক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৬ জনে দাঁড়াল।

নতুন আক্রান্তদের মধ্যে ২০ ও ২১ বছর বয়সী ২ বিজিবি সদস্য, সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখুড়ি গ্রামের এক কৃষক (৩৬), হরিপুর উপজেলার বহরমপুরে একজন পুরুষ (৩৮)। অপরজন ওই গ্রামের নারী (৩০)। 

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ‘এ পর্যন্ত ১০১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ৯৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।’
 
গতকাল বৃহস্পতিবার নতুন করে আরও ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ২ হাজার ৫৪৭ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছে। এর মধ্যে ২২৫ জনের পরীক্ষা অপেক্ষমান রয়েছে বলেও জানান সিভিল সার্জন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি