ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কুমেকে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪, ২৭ জুন ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগেরই বয়স ৪৫ থেকে ৬৫ বছর।
 
হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, ‘মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ৩ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।’
 
তিনি জানান, ‘গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কুমেক হাসপাতালে করোনা পজেটিভ হয়ে ১৫ ও উপসর্গ নিয়ে ৯৮ জন, মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।’

নতুন মৃত ব্যক্তিরা হলেন, জেলা সদরের হারুনুর রশিদ (৬৩) ও তানভীর (৪০), বুড়িচংয়ের আলমগীর হোসেন (৬০) ও মোসলেম উদ্দিন (৬৫)। 

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে ৩ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নতুন ২২ জনসহ ১ হাজার ২১৩ জন। 

আর কুমেক হাসপাতালের করোনা ইউনিউটে বর্তমানে ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি