ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে করোনা রোগীদের বাঁচাতে অক্সিজেন ব্যাংক

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৭, ২৯ জুন ২০২০

‘বিনা অক্সিজেনে ঝরে পড়বে না কোন প্রাণ’এই প্রত্যয় নিয়ে বরিশালে করোনা রোগীর চিকিৎসার জন্য অক্সিজেন ব্যাংক চালু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। 

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি সড়কে সংগঠনের কার্যালয়ে এ ব্যাংকের উদ্বোধন করেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মান।

অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘করোনা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। শেরেবাংলা মেডিকেল করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারছে না। অপরদিকে বাড়িতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সংকট হলে বাসদের পক্ষ থেকে রোগীদের সরবরাহ করার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু করলো।’

পর্যায়ক্রমে ১০০ অক্সিজেন সিলিন্ডার রাখার ইচ্ছা আছে। এখান থেকে চাহিদা মতো করোনাক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে বলেও জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি