ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

টাঙ্গাইলে মাদকসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৮, ৩০ জুন ২০২০ | আপডেট: ১৮:১১, ৩০ জুন ২০২০

টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। 

এসময় মাদক ব্যবসায়ী জয়পুর হাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত. মহির উদ্দিন প্রমানিক এর ছেলে মো. বাবলু প্রামানিক (৪৮) এবং  বাবলু প্রামানিকের ছেলে মো. সাইদী প্রমানিক (২২) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এসময় প্রাইভেটকার,নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব কমান্ডার বলেন, এধরনের অবৈধ মাদক বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে।
কেআই/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি