ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৪, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকটের কারণে মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। 

এরই মধ্যে মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো-রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

জানা গেছে, আটকে পড়া ফেরিতে ৫টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২১টি হালকা পরিবহন এবং প্রায় ২৫টি মোটরসাইকেল রয়েছে। ফেরিতে থাকা ৩ শতাধিক যাত্রী রাতভর দুর্ভোগের শিকার হন। 

এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এদিকে ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধারের জন্য দুটি উদ্ধারকারী জাহাজ তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

কাঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম  মিয়া জানান, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে আছে। গতরাত থেকেই এরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি