ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এএসআই হত্যায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৬, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ১৩:১৮, ১৮ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়। 

এরআগে সদর থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ৫ জনকে আসামী করা হয়েছে। ওই পাঁচ আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন গ্রেফতারের নিষয়টি নিশ্চিত করে জানান, অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র আবুল হোসেন (৪০) ও একই গ্রামের মোসা মিয়ার পুত্র ইসমাইল (২০)। মামলার প্রধান আসামী মামুন সহ ৩ জন পলাতক রয়েছে।

নিহত পুলিশের এএসআই আমির হোসেন
নিহত পুলিশের এএসআই আমির হোসেন

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হন। এতে আহত হয় এএস আই মনির শংকর।

এমবি//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি