ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

করোনায় কর্মচারীর মৃত্যুতে আক্কেলপুর রেলস্টেশন লকডাউন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ২৩ জুলাই ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের সিগন্যাল খালাশী নিয়ামত আলী (৪০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২২ জুলাই) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ সকাল ৬টা থেকে আক্কেলপুর রেলস্টেশন লকডাউন ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২০ জুলাই রাতে হঠাৎ করেই নিয়ামত আলীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নমুনায় করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রাতেই তার লাশ গ্রামের বাড়িতে এনে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

আক্কেলপুর স্টেশন বলেন, ‘স্টেশনের সিগন্যাল খালাশী নিয়ামত আলীর মৃত্যুর পর সতর্কতা স্বরূপ বৃহস্পতিবার সকাল থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত রেলষ্টেশন লকডাউন ঘোষণা করেছেন রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা।’

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি