ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে স্কুল ছাত্রীসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৬, ২৪ জুলাই ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় একটি বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে এক স্কুল ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মুদি দোকান ব্যবসায়ী এরশাদুল ইসলামের বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এরশাদুল ইসলামের মেয়ে স্কুল ছাত্রী আসমা খাতুন (১৫) ও কালিয়াবকরী গ্রামের মতলেব আলীর ছেলে দোকান কর্মচারী হাসিবুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আসমা সেপটিক ট্যাংকে বৃষ্টিতে জমে থাকা পানি বালতি দিয়ে তুলতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ট্যাংকির ভেতরে সংজ্ঞাহীন হয়ে পড়লে খবর পেয়ে দোকান কর্মচারী হাসিবুল তাকে উদ্ধারে নেমে তিনিও সংজ্ঞাহীন হয়ে পড়েন। 

খবর পেয়ে দর্শনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। টানা ১ ঘণ্টার চেষ্টায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

জানতে চাইলে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার হাফিজুর রহমান বলেন,‘সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের (কার্বন মনোক্সাইড ) বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি