ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার,আটক ৭

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ১৭:৩২, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সুন্দরবনের নদ-নদীতে কীটনাশক দিয়ে মাছ শিকার ও অবৈধভাবে কীটনাশক বিক্রির অভিযোগে সাত দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শিবপদ মন্ডল (৪২), গোবিন্দ রায় (৩৫), মো. দুলাল শেখ (২৫), আরিজুল ফকির (৩৫), সুব্রত রায় (২৫), আমিন শেখ (১৯) ও আল আমিন খাঁন (৪০)।

এদের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামে। আটক ব্যক্তিদের কাছ থেকে এসময় বিপুল পরিমান কীটনাশক, মাছ, জাল ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। 

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিয়মিক টহল দেয়ার সময় বনের করমজল, জয়মনি ও হাড়বাড়িয়া এলাকায় খাল থেকে কীটনাশক দিয়ে মাছ শিকারের দায়ে ৬ দূর্বৃত্তকে ৬ ক্যারেট মাছ ও  কীটনাশকসহ আটক করেন তারা। পরে আটককৃতদের শিকারোক্তি মোতাবেক উপজেলার বৌদ্ধমারী এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমান কীটনাশক জব্দকরা হয়। অবৈধভাবে ওইসব কীটনাশক রাখা ও বিক্রির দায়ে আলামিন খান নামক আরো এক দূর্বৃত্তকে আটক করা হয়। 

দুপুরে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি