ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে শিপন সরকার (৩০) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি বাসাইল পূর্ব পাড়ার মৃত পূন্য সরকারের ছেলে। 

আজ বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিপন সরকার একজন মাটি কাটার শ্রমিক।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে শিপন নৌকায় করে মাটি বহন করছিল। বাসাইল সদর এলাকার গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে আসার পর তার লগি বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। সাথে সাথেই সে লুটিয়ে পড়ে। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি