ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৮, ৩০ আগস্ট ২০২০

কিছুতেই থামছে না কাঁচা মরিচের দাম। তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ফলে গত বৃহস্পতিবার প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ থেকে ১৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকা। গতকাল বন্দর দিয়ে ১৯টি মিনি ট্রাকে ৮২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীনা বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতে বন্যা হওয়ায় নাগপুর ও গুলডাঙ্গা অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধুমাত্র বিহার অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন থাকায় সেখান থেকে দেশে যেমন কাঁচা মরিচ আমদানি হচ্ছে। একইভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ওই একইস্থান থেকে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে।’

তিনি বলেন, ‘বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে, তার উপর ভারতেই চাহিদা বাড়ার কারণে সেদেশেই কাঁচা মরিচের দাম বাড়ছে। যার কারণে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, এতে করে দেশের বাজারেও কাঁচা মরিচের দাম বাড়ছে। এছাড়াও গত শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি রফতানি বন্ধ ছিল। যার কারণে দেশের বাজারে সরবরাহ কমায় ও চাহিদা বাড়ায় দাম বেড়েছে।’

এআই//আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি