ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

লাশের হাত গেল কই?

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২২:৩০, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে রেললাইনের ওপর হাত কাটা অবস্থায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বকুলতলী এলাকাস্থ রেললাইনের ওপর মরদেহটি পাওয়া যায়। লাশের ধরণ দেখে এটি হত্যা নাকি দুঘর্টনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বকুলতলায় রেললাইনের ওপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। তাঁরা কাছে গিয়ে মৃতদেহের বাম হাত কাটা দেখতে পান। আশপাশে অনেক খুঁজেও পাননি হাতটি। মৃতদেহের পরণে সাদা রঙের লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি ছিল।

গ্রামপুলিশ শ্রী কমল চন্দ্র দাস জানান, লাশের বাম হাত কাটা অবস্থায় রয়েছে। কাটা হাতটি রেললাইনের আশপাশে খুঁজে পাওয়া যায়নি। রেলে কাটা হলে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু লাশের শরীরে তেমন কিছুই হয়নি। এটি হত্যা নাকি দুঘর্টনা, তা নিয়ে লোকজন সন্দেহ প্রকাশ করেছেন। লাশের পরিচয় এখনো মেলেনি। রেললাইনে লাশ পড়ে থাকার ঘটনাটি পাঁচবিবি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রেললাইনের ওপর লাশ পড়ে থাকার কথা জেনেছি। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি