ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কলারোয়ায় বাজারের ৬ লাখ টাকার টিনশেড উধাও

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা 

প্রকাশিত : ১০:৪১, ৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার দমদমার-কাচা তরকারি বাজারের ৬ লাখ টাকার টিনশেড লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র সোনাবাড়িয়া বাজারের বাবলু ভাঙ্গাড়িতে ৭শ’ ও মোসলেম ভাঙ্গাড়িতে ৬৫ কেজি বিক্রি করেছে। প্রতি কেজিতে ২৬ টাকা দরে কেনার কথা স্বীকারও করেছে ভাঙ্গাড়িরা। 

এদিকে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ওই টিনশেডের দাম প্রায় ৬/৭ লাখ টাকা হবে। এ বিষয়ে দমদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘তারা টিশেডের বিষয়ে কিছুই জানেন না।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা এলজিইডি কর্মকর্তা নাজমুল হোসেন জানান, ‘বিষয়টি শুনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দেখার জন্য বলেছি। গত ৩০ জুলাই কলারোয়ার দমদমার-কাচা তরকারী বাজারের পুরাতন টিনশেড ভেঙ্গে ওই খানে ২ কোটি ২৫ লাখ টাকার নতুন দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করা হয়। এরপরে একটি চক্র প্রকাশ্যে ওই টিনশেড ভেঙ্গে নিয়ে বিভিন্ন ভাঙ্গড়ির দোকানে বিক্রি করে দেয়।’

এদিকে বিষয়টি নিয়ে তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপির কাছে জানতে চাইলে তিনি বলেন,‘যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি