ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ৯ সেপ্টেম্বর ২০২০

ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: সালাহ উদ্দিন নামের এক জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। 

ছাগলনাইয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) - এর সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুভপুর ইউনিয়নের তুলাতলী চরে চট্টগ্রামের মিরসরাই থেকে আগত ব্যক্তিবর্গের মালিকানাধীন ড্রেজার দিয়ে ফেনী নদীর ছাগলনাইয়া, ফেনী সীমানাভুক্ত নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। 

হাতেনাতে অপরাধীদের ধরা হলে তারা তাদের কৃত অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। 

এর আগে ৩১ আগষ্ট ফেনী নদীর বিভিন্ন অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরো ৪ লাখ টাকা জরিমানা করেছিলো ছাগলনাইয়া উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাড় কাটার ফলে শুভপুর ইউনিয়নের ফেনী নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে; কৃষি জমি, বসতভিটা হারাচ্ছে সাধারণ জনগন এবং যা পরিবেশের জন্যেও হুমকিস্বরূপ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি