ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ রাখতে বিশেষ উদ্যোগ

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০২, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোনিবেশ রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার খোঁজ নেয়া, ২য় ধাপে প্রশ্ন বিতরণ উত্তর পত্র সংগ্রহ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সবুজবাগ, রুপপুর ও বালুচর এলাকায় এ কার্যক্রমে অংশ নেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা সরকার, সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহনাজ পারভীন, রুনা বেগম, প্রীতি রাণী পাল ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অরুণ মালাকার ও দিবা রানী দাশ।

করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক ও অভিভাবকরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আগষ্ট মাসে দেয়া প্রশ্নের উত্তরপত্র সংগ্রহ ও সেপ্টেম্বরের প্রশ্নপত্র বিতরণ করেন।

এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং শিক্ষার্থীরা যেন বাড়িতে নিয়মিত লেখাপড়া করেন এ বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান। একই সাথে বাড়িতে লেখা-পড়া করার সময় শিক্ষার্থী কোন কিছু না বুঝলে ফোন করে জেনে নেয়ার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের মোবাইল নাম্বারও দিয়ে আসেন।

এ ছাড়াও প্রতি সপ্তাহে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থী ও অভিভাবকের সাথে তাদের লেখাপড়ার বিষয় নিয়ে ফোন করেন বলে জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর হক। তিনি জানান, তাদের বিদ্যালয়টি পড়েছে হাওড় পাড়ে ও পিছিয়ে পড়া এলাকায়। এমনিতেই এই এলাকা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই বিদ্যালয়ের সভাপতিকে নিয়ে কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেজন্য তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা সরকার জানান, উপজেলা শিক্ষা অফিসের পরামর্শে তারা সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন জুম মিটিং এ। পালন করছেন রাষ্ট্রীয় দিবসাদিও।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি