ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সমালোচনাকারীরা দুর্নীতিকে উৎসাহিত করছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলা মানে দুর্নীতিবাজদের সমর্থন করা। যারা এর সমালোচনা করছেন তারা আসলে দর্নীতিকে উৎসাহিত করছেন। 

তিনি বলেন, ‘এদেশে দুর্নীতি নতুন কিছু নয়। তবে অতীতে বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিবাজদের মদদ দিয়েছে। আর শেখ হাসিনার সরকার তাদের মূলোৎপাটন করছে।’

আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে সরকারি অনুদানে দুস্থদের জন্য নির্মিত ঘরের চাবি ও কৃষকদের মাঝে সবজি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘মাহমুদুর রহমান মান্না এমন কোন রাজনৈতিক দল নেই যে দল তিনি করেননি। এসব মানুষের আসলে কোন নীতি আদর্শ নেই। তাই নীতিহীন মানুষের কাছ থেকে আমরা নীতিবাক্য শুনতে চাই না।’

পেঁয়াজের ঊর্ধ্বমূল্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপি সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না। এই দলের নেতাদের একমাত্র কাজ হল সরকারের সমালোচনা করা। বিএনপি হল নিন্দুক আর মিথ্যাচারের দল।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি