ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কলারোয়ায় ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সবে মিলি এক সাথে সৌহার্দ্য ও শান্তির পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসমতারা,কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচএম ইশার আলী, পিস কনসোর্টিয়াম বিডির ডাটা এন্ড মনিটরিং অফিসার মঈন উদ্দীন আহম্মেদ, ফিল্ড অফিসার আল আমিন প্রমুখ। 

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর উপজেলার সাইকেল র‌্যালী পক্ষকাল ব্যাপী প্রচার অভিযান শুরু হয়। অনলাইন ফটো গ্রাফী প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্য থেকে প্রথম ফটোগ্রাফী হিসাবে নির্বাচিত হন-ইমতিয়াজ হোসেন, দ্বিতীয় হন- মেহেরিমা আহম্মেদ মানহা। আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রাতযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি