ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর থেকে নাসরিন আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। নিহত নাসরিন জেলার সদর উপজেলার নাটাই ইউপির পয়াগ গাছতলা গ্রামের ওসমান মিয়ার মেয়ে। 

নিহতের পরিবারের লোকজন জানায়, গত ৩ বছর আগে নবীনগর উপজেলার শিবপুর খায়ের বাড়ির মোঃ আবুল খায়েরের ছেলে আতিকুর রহমান (২৭) এর সাথে বিয়ে হয় নাসরিনের। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। গত কিছুদিন আগেও আতিকুর তার স্ত্রীর কাছে ১০ হাজার টাকা দাবি করে। 

গতকাল সোমবার সন্ধ্যায় নাসরিনের শ্বশুড় বাড়ি থেকে খবর আসে সে ফাঁসিতে ঝুলেছে। গৃবধূর পরিবারের অভিযোগ নাসরিনকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান।  

এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।  

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি