ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০২, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে বাড়ির 'হাউজে'র পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজনা গ্রামের মনিরুদ্দীন সরদারের দুই বছরের কন্যা খেলার ছলে বাড়িতে ধান ভেজানো পানি ভর্তি হাউজের কাছে চলে যায়। সকলের অজান্তে সকাল ১০টার দিকে শিশুটি হাউজে পড়ে যায়।

বিষয়টি জানার পর তাকে দ্রুত উদ্ধার করে সরসকাটি বাজারে ডাক্তারের শরনাপন্ন হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। 

জয়নগর ইউপি'র ১নং ওয়ার্ডের সদস্য ইমাদুল হক করুন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি