ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি সুলতান হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে  র‌্যাব-৬। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সুলতান আলী মণ্ডল ওরফে সুলতান হোসেন কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার ফকির মণ্ডলের ছেলে। 

তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর আগে ১৯৯৫ সালে আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় সুলতান আলী ১৪ বছর কারাদণ্ড ভোগ করেন।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা একটি সচল ওয়ান শুটারগান এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি