ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী পালিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ২ অক্টোবর ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ২ অক্টোবর প্রধান কার্যালয়ে নানা কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অহিংস দিবস এবং মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের সূচনা পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক (নির্বাহী প্রধান) রাহা নব কুমার সভাকক্ষে অতিথিবৃন্দ এবং সহকর্মীদের নিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সর্ব ধর্মীয় প্রার্থনা এবং মহাত্মার প্রতিকৃতিতে খাদি সুতার মালা পরিয়ে দেন।

ট্রাস্টের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা শংকর বিকাশ পালের সঞ্চালনায় এবং পরিচালক রাহা নব কুমারের সভাপতিত্বে "মানবতার কল্যাণে মহাত্মা গান্ধী" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এন আর ডি এস উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল। 
অন্যান্যদের মধ্যে ট্রাস্টের পিস্ কো-অর্ডিনেটর অসীম কুমার বকসী, এরিয়া ম্যানেজার নূর নবী, গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, জয়াগ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ফাতমুন ফেরদৌস ফ্রান্সি প্রমুখ। 

আলোচনা সভা শেষে মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকনের নির্দেশনায় গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে "অহিংসা" গীতিনাট্য পরিবেশিত হয়েছে। বিভিন্ন পেশাজীবি নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি, যুব-শিক্ষার্থীসহ প্রায় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে "রামধুন" পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি