ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ৬ অক্টোবর ২০২০

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষকদের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে ভোলায় মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। 

এতে শহরের বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুল ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন।  

বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’

তারা বলেন, ‘এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন। প্রয়োজনে ধর্ষকদের সর্বোচ্চ সাজার বিধান করতে হবে।’

শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম, ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, শিক্ষার্থীদের মধ্যে ইরফান, রিদয়, মেহেদী, মনীরা প্রমুখ।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি