ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সেই চার শিশু অভিভাবকের জিন্মায় 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৫, ৯ অক্টোবর ২০২০

হাইকোর্টের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার নাবালক ৪ শিশু আসামিকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। 

আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে ওই ৪ শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

স্বজনদের হাতে তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা। 

এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। এরপর রাতেই বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালককে তাদের মুক্তির জন্য মেইলে বার্তা পাঠান। সেই বার্তা অনুযায়ী রাত ২টার দিকে মাইক্রোবাসযোগে ৪ শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন প্রশাসনের কর্মকর্তারা। 

শুক্রবার সকালে শিশুদের হাতে পেয়ে স্বজনরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, ‘আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। আর গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেফতার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি