ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

চুরি করতে ব্যর্থ হয়ে প্রতিবন্ধীকে খুন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ১০ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:৪৫, ১০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বগুড়ার শাজাহানপুরে একটি বাড়িতে চুরি করতে ব্যর্থ হয়ে শিপন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে- চাচা (মৃত রশিদ ড্রাইভার) মারা যাওয়ার পর থেকে বৃদ্ধ চাচীর সঙ্গেই ওই বাড়িতে থাকতেন প্রতিবন্ধী যুবক শিপন। ঘটনার রাতে তিনজন দুবৃত্ত চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। ওই সময় চাচী আম্বিয়া বেওয়া আর শিপন টেলিভিশন দেখছিলেন। হঠাৎ চোরদের দেখে শিপন চিৎকার শুরু করে। এসময় দুর্বৃত্তরা তাকে এবং তার চাচীর হাত-পা ও মুখ বেঁধে ফলে এবং মালামাল লুট করতে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

তবে শক্ত করে নাক-মুখ বেঁধে রাখায় শ্বাসরুদ্ধ হয়ে শিপনের মৃত্যু হয়। সে আতাইল গ্রামের দিলবর হোসেনের ছেলে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন- দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোন মালামাল লুট করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি