ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

মাগুরায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ১১ অক্টোবর ২০২০

মাগুরার গড়াই নদীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে ১৩টি নৌকা অংশ নেয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। শ্রীপুর ও কামারখালী এলাকায় দু’পাড়ের হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।

শনিবার (১০ অক্টোবর) শ্রীপুর উপজেলা আন্ত ইউনিয়ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

গড়াই সেতু ওয়াপদা এলাকায় মাগুরার শ্রীপুর আন্তঃইউনিয়ন আসাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে গয়েশপুর। দ্বিতীয় কামারখালী ও তৃতীয় স্থান পায় কছুন্দি ইউনিয়ন পরিষদ। 

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ করতে সুস্থ বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতিবছর ১০ অক্টোবর নৌকা বাইচ প্রতিযোগীতার ঘোষণা দেন এমপি শিখর।

এ উপলক্ষে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি