ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

দুই বোনকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০১, ১৩ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দা পাড়া এলাকায় আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কেয়ারটেকারের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত কেয়ারটেকার আবু বক্কর (৫৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ‘রাতে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বক্করকে ওই ৬ তলা ভবনের একটি কক্ষ থেকে দরজা ভেঙে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই দুই কিশোরীর বয়স ১৫ ও ১২ বছরের মধ্যে।

ভুক্তভোগীদের বাবা জানান, ‘একই এলাকায় বসবাস করায় অভিযুক্ত আবু বক্করকে আমার মেয়েরা নানা বলে ডাকতো। গত ৫ অক্টোবর দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে তাদেরকে রাস্তা থেকে ডেকে নেয় ওই কেয়ারটেকার। এ সময় ৬ তলা ভবনের নিচ তলায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে। পাশাপাশি ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। সোমবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক জানান, ‘আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি