ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৭, ২০ অক্টোবর ২০২০

আঞ্চলিক ও মহাসড়কে অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। 

আজ মঙ্গলবার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে অগ্রিম টিকিট বুকিং থাকায় হবিগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে বলা হয়, ‘অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত  সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।’

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি