ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

দরজা ভেঙে অস্ত্রেরমুখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৫ অক্টোবর ২০২০

মো. সুমন

মো. সুমন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেস কাটতে না কাটতে এবার বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে বেগমগঞ্জ থানায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় মো. সুমন নামে এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা সুমনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুমন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার বাবা-মা এগিয়ে এলে সুমন দৌড়ে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি