ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

মধুমতিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৫:১৭, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মধুমতিতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদারের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা।

মাগুরায় বুধবার (৪ নভেম্বর) বিকেলে শেখ হাসিনা সেতু এলাকায় উৎসবমুখর পরিবেশে বিহারী লাল নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি নৌকা।

মধুমতি নদীর দুই পাড়ে ফরিদপুর, যশোর, ঝিনাইদাহ, নড়াইলসহ কয়েকটি জেলার কিশোর-কিশোরীসহ সকল বয়সী নারী-পুরুষ জমায়েত হন। লাখো মানুষের ঢল উপস্থিতিতে দুই পাড়ে বিভিন্ন দ্রব্য-সামগ্রীর মেলা বসেছিল। 

নৌকা বাইচ শুরুর আগ মুহূর্তে সংগীতের তালে তালে দাঁড়িয়াদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর পানি ময়ূরপঙ্খির মতোই ঝিলমিল করে মধুমতির বুকে। উল্লাসে মেতে ওঠেন নদীপাড়ের বাইচ ও মেলায় আসা দর্শকরা।

প্রতিযোগিতায় খুলনার-৪ আসনের এমপি সালাম মুর্শীদির নৌকা প্রথম, মাগুরা সদরের বড়শলই গ্রামের লিয়াকত মোল্যার নৌকা দ্বিতীয় এবং মহম্মদপুরের আতর আলীর নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট বিরেন সিকদার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি