ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

চলন্ত বাসে কিশোরী হকারকে ধর্ষণ, চালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ৮ নভেম্বর ২০২০

গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে এক কিশোরী হকারকে ধর্ষণের অভিযোগে ওই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকা থেকে চালক সাদ্দাম হোসেনসহ ওই গাড়িটি জব্দ করা হয়। 

এ ঘটনায় দুপুরে বাসের দুই স্টাফকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত ওই কিশোরী। 

মামলার বিবরণে জানা যায়- শহরের বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো ওই কিশোরী। দিনভর বিক্রি শেষে গতরাতে বাসায় ফেরার সময় কালিয়াকৈরের চন্দ্রায় চলন্ত বাসে ওই কিশোরীকে প্রথমে কুপ্রস্তাব দেয় এবং পরে ধর্ষণ করে অভিযুক্ত সাদ্দাম ও শরীফ হোসেন। এক পর্যায়ে নির্যাতিতার চিৎকার ও কান্নার শব্দে টহল পুলিশ গাড়িটির পিছু নিলে ওই কিশোরীকে গাড়ি থেকে ফেলে যায় তারা। 

পরে দায়িত্বরত টহল পুলিশ ওয়াকিটকিতে বিষয়টি জয়দেবপুর থানা পুলিশকে জানালে তারা  চালকসহ গাড়িটি জব্দ করে। এ বিষয়ে কথা বলতে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি