ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টায় প্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ৯ নভেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার বড়শিবপুর (কাজিপাড়া) গ্রামের মৃত পানজেত আলীর ছেলে।

এই ঘটনায় সোমবার সকালে শিশুর পিতা বাদি হয়ে সাইফুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এই মামলায় দুপুরে নিজ বাড়ি থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
 
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, ওই কৃষক রোববার বেলা ১১টার দিকে একই গ্রামের ওই ৬ বছরের শিশুকে মোবাইলে গান শোনানোর কথা বলে নিজ বাড়ির পাশে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুর দাদি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে সাইফুল দৌড়ে পালিয়ে যায়। 

ওসি মমিন আরও জানান, সাইফুলকে ওইদিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি