ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১১ নভেম্বর ২০২০

পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আবদুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার খাজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের বাদশা বাড়ি লাগোয়া পূর্বপাশের পল্লী বিদ্যুতের খাম্বা থেকে একটি তার ছিড়ে পড়লে স্থানীয় কালাম নামের একজন জোনাল অফিসে অভিযোগ জানায়। এরপর বেলা পৌনে ১১টার দিকে পল্লী বিদ্যুতের দুইজন লাইনম্যান সংযোগ দিয়ে চলে আসেন। তবে এর আগেই ওই ছেড়া তারে জড়িয়ে মারা যান কৃষক আবদুর রাজ্জাক।
 
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ করে নিহতের বড় ভাই আবদুর রহিম (৬০) জানান, সকাল ৯টার দিকে আবদুর রাজ্জাক গরুর জন্য ঘাস কাটতে বের হন। বাড়ি ফেরায় বিলম্ব হওয়ায় খুঁজতে বের হয়ে দুপুর ১টার দিকে ধান ক্ষেতে বিদ্যুতের ছেড়া তারে জড়ানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) একেএম আজাদ বলেন, ‘ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি