বরিশালে ওয়াকফ’র জমি দখলের পাঁয়তারা
প্রকাশিত : ১৫:৫৬, ১৪ নভেম্বর ২০২০
 
				
					বরিশালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী সায়েস্তাবাদ ওয়াকফ এস্টেটের জমি দখল করে স্টল নির্মাণের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছে।
৪নং সায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। নগরীর সকাল-সন্ধা রেস্টুরেন্টে আজ শনিবার সকালে লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে ওয়াকফ’র পক্ষ থেকে বলা হয়, ‘ওই এস্টেটের প্রায় ১ একর ওয়াকফকৃত জমি রয়েছে। এর মধ্য থেকে ৬০ শতাংস জমি দখলসহ সরকারি খালও ভরাট করেছেন চেয়ারম্যান মুন্না। অথচ ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এ ঘটনায় প্রশাসনের সহায়তা কামনা করা হয়।’
এআই//আরকে//
আরও পড়ুন
 
				        
				    






























































