ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালিয়াকৈরে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৩, ১৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে তানিয়া আক্তার নামে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী। 

আজ মঙ্গলবার সকালে হরিণহাটি এলাকার শাহজাহান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তানিয়া সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছা এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী। স্থানীয় স্টারলিং লিমিটেড কারখানায় কাজ করত ওই নারী।

নিহতের বোন রেহেনা আক্তারের অভিযোগ, ‘মাদকাসক্ত স্বামী ইব্রাহীমের সাথে প্রায় পারিবারিক কলহে সৃষ্টি হতো। গতরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পারিবারিকভাবে সমাধান শেষে সবাই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে গলায় ওড়না পেচিয়ে হত্যার পর তানিয়াকে বিছানার উপর ফেলে রেখে পালিয়ে যায় ইব্রাহীম। সকালে পাশের বাসার ভাড়াটিয়া দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘রাতে কোন এক সময় স্বামী শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি